বাঁশখালী, উপজেলা কালের পরিক্রমায় শত ঐতিহ্যবাহী ও কাল সাক্ষি হয়ে রয়েছে, এখানে হাজার বছরের বুদ্ধ মন্দির থেকে শুরু করে, মালকা বানু মসজিদ, বকসী হামিদ মসজিদ, বিখ্যাত স্থপনা, হিন্দু ধর্মবলীদের বিখ্যাত কুম্ভ মেলা, রয়েছে নিম মন্দির সহ শতবর্ষী অনেক কালী মন্দির রয়েছে।
বাঁশখালীর পশ্চিম তীর জুড়ে বয়ে গেছে বম্গোপ সাগরেএর সমুদ্র সৈকত এবং পুর্ব প্রান্তে পাহড়িী সম্পদ সমৃদ্ধ বনভুমি রয়েছে ইকোপার্ক, চা বাগান, লিচু বাগান, আম বাগান সহ বিভিন্ন ফলজ বাগান এবং ইত্যাদি প্রাকৃতিক সম্পদ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস