কিভাবে যাওয়া যায়: চট্টগ্রাম থেকে সড়কপথে ৪৭ কিঃমিঃ দক্ষিণে শিলকূপ অতঃপর সড়কপথে ৪কিঃমিঃ পূর্বেবাঁশখালী ইকোপার্ক। এটি বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে অবস্থিত। এটি উপজেলা সদর হতে ৫কিঃমিঃ দক্ষিণে অবস্থিত। এর আয়তন প্রায় ১০০০হেক্টর। এতে বামের ছড়া এবং ডানের ছড়া নামের ২টিসুবিশাল লেক আছে। এ দু’টি লেকের উপর দিয়ে পারাপারের জন্য আছে দু’টি নান্দনিক ঝুলন্ত ব্রীজ। থাকার জন্য আছে ১টি ভিভিআইপি মানের রেস্ট হাউজ এবং ১টি কটেজ। তাছাড়া আছে বেশ কয়েকটি রিফ্রেশমেন্ট কর্ণার। আছে ছোট একটি চিড়িয়াখানা। দর্শনার্থীর হাঁটার জন্য পাহাড়ী ঢালের উপর দিয়ে দীর্ঘ পাকা রাস্তা এবং বসার জন্য কিছু দুর পর পর চেয়ারএবং ছাউনিসহ চেয়ার পাতা আছে। এ পার্কে লেকের ধার ঘেঁষে আছে অসংখ্য ছোট বড় পাহাড় যা ঘণ জঙ্গলে ঢাকা। জঙ্গলে হাতি, বানর, হনুমান, হরিণ, বনমোরগ, সজারু ইত্যাদি বিচরণ করতে দেখা যায়।লেকের পানিতে শীতকালে অসংখ্য অতিথি পাখি এসে ভীড় করলে নয়নাভিরাম নৈসর্গিক সৌন্দর্য ভ্রমণকারীদের মোহিত করে।অবস্থান: বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের পূর্বাংশে পাহাড়ী এলাকায়
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS