চট্টগ্রাম শহর থেকে যে কোন বাহনে গুনাগরি বাজার, গুনাগরী বাজার হতে ছোট ছোট বাহন (সিএনজি/রিকশা) যোগে ২ কি:মি পশ্চিমে।
কিভাবে যাওয়া যায়: চট্টগ্রাম শহর থেকে যে কোন বাহনে গুনাগরি বাজার, গুনাগরী বাজার হতে ছোট ছোট বাহন (সিএনজি/রিকশা) যোগে 2 কি:মি পশ্চিমে।
বখশী হামিদ মসজিদ চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামে একটি বড় পুকুরের পশ্চিমদিকে অবস্থিত। পুকুরটি এখনও বিদ্যমান এবং এর পশ্চিমপাড়ে ধ্বংসপ্রাপ্ত একটি পাকাঘাট রয়েছে, যা সম্ভবত ওজু করার সুবিধার জন্য মসজিদের পাশে নির্মাণ করা হয়েছিল।
মিহরাবের উপর স্থাপিত একটি আরবি শিলালিপিতে ১৫৬৮ খ্রিস্টাব্দে সুলায়মান কররানী কর্তৃক একটি মসজিদ নির্মাণের উল্লেখ রয়েছে। কিন্তু এর বিভিন্ন স্থাপত্যিক বৈশিষ্ট্য স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে, বর্তমান মসজিদটি সম্পূর্ণরূপে একটি মুগল ইমারত। আদি শিলালিপিটি পূর্বদিকের সম্মুখভাগে প্রধান প্রবেশপথের উপরে স্থাপিত ছিল, বর্তমানে হারিয়ে গেছে। সে থেকে এ স্থানটি খালি পড়ে আছে। স্থানীয়ভাবে প্রবাদ আছে যে, জনৈক বখশী হামিদ ১৬৯২ খ্রিস্টাব্দে মসজিদটি নির্মাণ করেন এবং এখন পর্যন্ত মসজিদটি এ নামই ধারণ করে আছে।
ইটের তৈরি মসজিদটি একটি বহির্দেয়াল দ্বারা ঘেরা। এর পূর্বদিকের ঠিক মাঝখানে মসজিদের কেন্দ্রীয় প্রবেশপথের অক্ষে খিলান দ্বারা নির্মিত একটি তোরণ মসজিদটির খিলান দ্বারা নির্মিত পাঁচটি প্রবেশপথের তিনটি পূর্বদিকে এবং উত্তর ও দক্ষিণের প্রতিদিকে একটি করে। পূর্বদিকের তিনটি প্রবেশপথ একেকটি অর্ধগম্বুজ ভল্টের নিচে নির্মিত এবং বাইরের দিকে এগুলি খাঁজকাটা নকশা ধারণ করে আছে। অভ্যন্তরভাগে পশ্চিম দেয়ালে তিনটি মিহরাব কুলুঙ্গি তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় মিহরাবটি অর্ধ অষ্টকোণাকার, কিন্তু পাশেরগুলি আয়তাকার। প্রধান মিহরাব ও কেন্দ্রীয় প্রবেশপথের রয়েছে যথারীতি আয়তাকার অভিক্ষেপ, যার দুপাশে রয়েছে বৃত্তাকার ক্ষুদ্র বুরুজ। এ বুরুজগুলি প্যারাপেটের উপর পর্যন্ত উঠে গেছে এবং শীর্ষভাগে রয়েছে কলসচূড়াসহ স্থূল ধরনের ক্ষুদ্র গম্বুজ। দুপাশের গম্বুজ দুটি কৃত্রিম, যা অর্ধগম্বুজাকৃতি ভল্টের উপর স্থাপিত। সবগুলি গম্বুজের শীর্ষভাগ সুন্দর পদ্ম ও কলসচূড়া দ্বারা পরিশোভিত। কেন্দ্রীয় গম্বুজের ভেতরের দিকে রয়েছে একসারি পাতার অলংকরণ; গম্বুজের শীর্ষভাগ তিনটি প্রস্ফুটিত সংবদ্ধ রোজেট দ্বারা চিত্রিত।
মুগল স্থাপত্য উপাদানসমূহের সাথে সুলতানি স্থাপত্য উপাদানের চমৎকার সংমিশ্রণে তৈরি এ মসজিদ স্থাপত্যের একটি বিশেষ দৃষ্টান্ত। প্রথম উপাদানটি উপস্থাপিত হয়েছে পিপার উপর নির্মিত পদ্ম ও কলসচূড়াসহ গম্বুজ, সমান্তরাল প্যারাপেট, সীমানা নির্ধারণী ক্ষুদ্র বুরুজসহ অভিক্ষিপ্ত সম্মুখভাগ, অর্ধকোণাকার মিহরাব কুলুঙ্গি এবং স্টাকো অলংকরণের মাধ্যমে; পরেরটি উপস্থাপিত হয়েছে টেরাকোটা অলংকরণের মাধ্যমে।
কিভাবে যাওয়া যায়: চট্টগ্রাম শহর থেকে যে কোন বাহনে গুনাগরি বাজার, গুনাগরী বাজার হতে ছোট ছোট বাহন (সিএনজি/রিকশা) যোগে 2 কি:মি পশ্চিমে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS