চট্টগ্রাম হতে সড়কপথে ৩২কিঃমিঃ দক্ষিণে কালীপুর অতঃপর ৬ কিঃমিঃ পশ্চিমে
0
বাঁশখালী উপজেলার প্রায় ৩৪ কিঃমিঃ দীর্ঘ উত্তর- দক্ষিণ বিস্তৃত সমুদ্র সৈকত আছে। এ সমুদ্র সৈকত খানখানাবাদ, বাহারছড়া, সরল, গন্ডামারা ও ছনুয়া ইউনিয়নে অবস্থিত। তৎমধ্যে খানখানাবাদ ও বাহারছড়া সমুদ্র সৈকত খুবই নান্দনিক হওয়ায় প্রায় সময় বিশেষ করে ছুটির দিনে অসংখ্য ভ্রমণ পিপাসু এ দুই সমুদ্র সৈকতে ভ্রমণ করে। চিত্রে খানখানাবাদ ও বাহারছড়া সমুদ্র সৈকতে জোয়ারের দৃশ্য তুলে ধরা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS